কালাম আঝাদ’র কলাম : শেখ হাসিনা তোমায় সালাম।

কালাম আঝাদ’র কলাম : শেখ হাসিনা তোমায় সালাম।

সম্পাদকীয় মত, বাঙলা কাগজ : দেশের পিছিয়ে পড়া মানুষের জন্য তুমি কাজ করে চলেছো অবিরাম। তোমার কাজে কখনোই কোনও ক্লান্তি ছুঁয়ে যায় নি এতোটুকু। তুমি আছো তাই, বাংলাদেশ আজ মাথা উঁচু করে বাঁচে; তুমি আছো তাই, শালিক-দোয়েল-শাপলা-শালুক নাচে; তুমি আছো তাই, কৃষাণীর বুকে আজ আশা; তুমি আছো তাই, বুকভরে এই বেঁচে থাকা।

শেখ হাসিনা তোমায় পা ছুঁয়ে দিলাম, শেখ হাসিনা তোমায় আজ লাল সালাম।

তোমার জন্য তাইতো কবিতা হয়ে যায় :

মেঠোপথ পাড়ি দিয়ে রাখালের হাতের ওই বাঁশি
কিংবা ধনীর কোনও পুত্রের কী বোর্ড
একই সুরে স্বরে বাজছে আজ, বাজবেই।
ধ্বনিত হতে থাকবে আজ একই তালে
অন্তরা, স্থায়ী কিংবা তুক
সকলই আজ বাংলার জয়গানে।
জয় বাংলা, বাংলার জয়
জয় পদ্মা, পদ্মার জয়
জয় শেখ হাসিনা, বঙ্গবন্ধুর জয়।
জয় জয় জয়...