কালাম আঝাদ’র কলাম : ব্যাংকগুলো শীতার্তদের পাশে দাঁড়াক
সম্পাদকীয় মত, বাঙলার কাগজ ও ডন : তাঁরা অনেক কষ্টে আছে। তাঁরা আজ শীতে জবুথবু। তাঁদের পাশে কাউকে না কাউকে দাঁড়াতেই হবে। এইতো কয়েক বছর আগেও (যখন ড. আতিউর রহমান গভর্নর ছিলেন) শীতার্তদের প্রতিযোগিতা করে শীতবস্ত্র প্রদান করতো ব্যাংকগুলো। এক্ষেত্রে সবগুলো ব্যাংককে তাঁদের সিএসআরের (সামাজিক দায়বদ্ধতামূলক খাত) একটি বড় অংশ শীতবস্ত্র হিসেবে প্রদান করতে হতো। কিন্তু গত কয়েক বছর ধরে এ রীতি আর দেখা যাচ্ছে না। শুধু দেখা যায়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং বাংলাদেশ ব্যাংকে শীতবস্ত্র প্রদান করতে। যদিও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শীতবস্ত্র আগেও দেওয়া হতো এবং ব্যাংকগুলো সেই সময় নিজ উদ্যোগে বিপুল পরিমাণ শীতবস্ত্র প্রদান করতো। আবার কিছু বাংলাদেশ ব্যাংকের মাধ্যমেও বিতরণ করাতো। অথচ এখন ব্যাংকগুলোকে নিজেদের শাখার মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করতে একেবারেই দেখা যাচ্ছে না। এ অবস্থায় সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে হবে আমাদেরকেই। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যদি এগিয়ে না আসে, তবে তাঁরা কষ্ট পাবে। আসুন, তাঁদের কষ্ট দূর করি এখনই।
আসুন সবাই...