কারফিউতে দেশ স্বাভাবিক হোক : ইন্টারনেট চালু করে দিন, কিছু বিষয়ে জোরালো নজর দিন

কারফিউতে দেশ স্বাভাবিক হোক : ইন্টারনেট চালু করে দিন, কিছু বিষয়ে জোরালো নজর দিন

সম্পাদকীয় মত, বাঙলার কাগজ : শিক্ষার্থীদের আন্দোলন শুরুর দিকে তাঁদের সঙ্গে বসে বিষয়টির সমাধান করলে এবং আবেদন করে আপিল বিভাগের রায় এগিয়ে আনলে বিষয়টি আর এতোদূর গড়াতো না। এখন যে রায় এসেছে, এ ধরনের রায় আগে আসলে শিক্ষার্থীরা আর আন্দোলনই করতেন না। অথচ এখন কি হলো? কোমলমতি অনেক শিক্ষার্থীর প্রাণ ঝরে গেলো, আর বিশ্বজুড়ে আওয়ামী লীগ সরকারের ইমেজ ক্ষুণ্ন হলো। আমাদের মনে রাখতে হবে মৌলিক বিষয়গুলোতে সরকারকে অধিকতর জনবান্ধব হতে হবে। এখন বিশ্বজুড়ে দেশ নিয়ে গুজব রটছে। আর এই গুজব বন্ধ করতে দেশে অন্তত মোবাইল ইন্টারনেট চালু করে দিন। আর মূলধারার গণমাধ্যমগুলো যাতে নিউজ আপডেট করতে পারে, তা নিশ্চিত করুন। না হয় গুজবে ডুবে যাচ্ছে বাংলাদেশ। আর হ্যাঁ, ভবিষ্যতে অবশ্যই সরকার পরিচালনা করতে গিয়ে অধিকতর জনবান্ধবের পরিচয় দিতে হবে। তাহলেই সরকারের পাশে থাকবে জনগণ। তখন সকল মানুষ ফুঁসে উঠবে না। এখন সরকারকে দায়িত্ব নিয়ে সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। মনে রাখবেন, সকল মানুষের ক্ষতির কারণ হয়, এমন জিনিসগুলো সরকারকে আন্তরিকতার সহিত দ্রুততম সময়ে নিরসন করতে হবে। সরকার সিন্ডিকেট ভাঙতে পারবে না, এ ধরনের কথা কখনোই বলা যাবে না।