কতজন মারা গেছেন রবিবার

কতজন মারা গেছেন রবিবার

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : সোমবার (২২ জুলাই) ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোতে রবিবারে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে মৃত্যুর ভিন্ন ভিন্ন তথ্য দেওয়া হয়েছে। এতে অন্তত আট থেকে ১৭ জনের মৃত্যুর খবর দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকজন আগে থেকে আহত ছিলেন, রবিবার চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়েছে।

দৈনিক প্রথম আলো বলছে, রবিবার মোট ১৯ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে সাতজন আহত হয়ে আগে থেকে হাসপাতালে ছিলেন, রবিবার চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা গেছেন।

প্রথম আলো পাঁচদিনে নিহতের সংখ্যা ১৭৪ জন বলে সংবাদ প্রকাশ করেছে।

কালের কণ্ঠ পত্রিকায় রবিবারে নিহতের সংখ্যা ১৫ জন বলে বলা হয়েছে। আর গত মঙ্গলবার থেকে মোট নিহতের সংখ্যা তাঁরা বলছে ১২০ জন।

ইংরেজি দৈনিক নিউএইজ বলছে, রবিবার নিহতের সংখ্যা ১৩ জন।

দৈনিক যুগান্তর কারফিউর দ্বিতীয় দিনে আটজনের মৃত্যুর খবর প্রকাশ করেছে।

দ্য ডেইলি স্টারে চলমান সংঘর্ষে এখন পর্যন্ত ১৪০ জন নিহত হয়েছে বলে খবর প্রকাশ হয়েছে। রবিবার সাতজনের মৃত্যুর খবর দিয়েছে সংবাদপত্রটি।