ইসরায়েলে বন্দুকধারীর গুলিতে নিহত অন্তত ২! আহত ৮!

ইসরায়েলে বন্দুকধারীর গুলিতে নিহত অন্তত ২! আহত ৮!
নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : ইসরায়েলে বন্দুকধারীর গুলিতে অন্তত ২ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। তেল আবিবের পুলিশ কমান্ডার আমিচাই এশেদ জানিয়েছে, বন্দুকধারী বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত ৯টার দিকে একটি জনাকীর্ণ বারে একের পর এক গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। আল জাজিরা। ঘটনার পর ইসরায়েলের পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ বাহিনী মধ্য তেল আবিবে ব্যাপক অনুসন্ধান চালিয়েছে। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোর ভবন তল্লাশি করলেও সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা যায় নি। ইসরায়েলের জাতীয় জরুরি বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, তেল আবিব শহরের কেন্দ্রস্থল ডিজেনগফ স্ট্রিটে ওই হামলা হয়েছে। ইচিলভ মেডিক্যাল সেন্টারের কর্মকর্তারা জানিয়েছেন, গুলিবিদ্ধদেরমধ্যে দুজন মারা গেছেন। ওই হাসপাতালে আরও আটজনের চিকিৎসা চলছে। তাঁদেরমধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে গুলি চালানোর কারণ জানা যায় নি। তবে সম্প্রতি ফিলিস্তিনিদের হামলায় ইসরায়েলে ১১ জন নিহতের পর উত্তেজনা বেড়েছে। টাইমস অব ইসরায়েল। স্থানীয় গণমাধ্যম বলছে, সেখানে দুজন পৃথক বন্দুকধারী ছিলো। তাঁরা বিভিন্ন স্থানে এ হামলা চালিয়েছে। প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের কার্যালয় জানিয়েছে, তিনি তেল আবিবের সামরিক সদর দপ্তর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ইসরায়েলের মার্কিন ও ইউরোপীয় রাষ্ট্রদূতরা এই হামলার নিন্দা জানিয়েছেন। হামাস এ হামলার প্রশংসা করলেও দায় স্বীকার করে নি। আল জাজিরা।