তাঁরা বসে থাকেন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে। নম্বর : ০১৩২০০৪২০৫৫।

তাঁরা বসে থাকেন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে। নম্বর : ০১৩২০০৪২০৫৫।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : রাজধানীতে গত কয়েক মাসে গাড়িতে নানা ধরনের ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনা তথা যে কোনও ধরনের নারী ও শিশু নির্যাতন রোধে একটি কলই যথেষ্ট। ৯৯৯ তো জাতীয় জরুরি সেবাই; তবে আরও জরুরিভিত্তিতে নারী ও শিশুদের যে কোনও ধরনের হয়রানি রোধে সেবা পেতে হলে ০১৩২০০৪২০৫৫ নম্বরে কল দিলেই হলো। তাতেই পৌঁছে যাবে ডিএমপি’র কুইক রেসপন্স টিম।

‘নারী ও শিশু নির্যাতনকে না বলুন’ এই প্রত্যয়কে সামনে রেখে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের কুইক রেসপন্স টিমটি।

প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য একটি হটলাইন নম্বর (০১৩২০০৪২০৫৫) রয়েছে তাঁদের।

যে কোনও ধরনের নির্যাতনের তথ্য জানানো যাবে কুইক রেসপন্স টিমের এই নম্বরে। আর ফোন পেয়েই তড়িৎ গতিতে যথাযথ ব্যবস্থা নেবে টিমটি।

ঢাকা মেট্রোপলিটন এলাকায় নির্যাতনের শিকার যে কোনও বয়সের নারী ও শিশুকে উদ্ধারপূর্বক আইনি সহায়তা প্রদানে সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে কুইক রেসপন্স টিম।

উল্লেখ করা যেতে পারে, বাংলাদেশের যে কোনও স্থান থেকে নির্যাতনের শিকার নারী ও শিশুরা এই হটলাইন নম্বরে কল করে সব ধরনের আইনি পরামর্শ গ্রহণ করতে পারবেন।