ইভিএম কেনার প্রস্তাব ‘ফেরত দিয়েছে’ পরিকল্পনা কমিশন

ইভিএম কেনার প্রস্তাব ‘ফেরত দিয়েছে’ পরিকল্পনা কমিশন

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অর্ধেক আসনে ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করতে ৮ হাজার ৭১২ কোটি টাকার প্রকল্প প্রস্তাব করে নির্বাচন কমিশন। প্রস্তাবটি পাঠানো হয় পরিকল্পনা কমিশনেও। এর প্রায় দুই মাস পর মঙ্গলবার (৮ নভেম্বর) প্রকল্পটি একনেক সভায় উঠলেও তা আবার ইসির কাছে ফেরত পাঠানো হয়েছে।

প্রস্তাবটি ফেরত পাওয়ার পর নির্বাচন কমিশন ফের কাজ শুরু করেছে। কমিশনের আশঙ্কা— ১৫ জানুয়ারির মধ্যে প্রকল্প অনুমোদন না হলে পরিকল্পনা অনুযায়ী ১৫০ আসনে ইভিএমে ভোট গ্রহণ করা সম্ভব হবে না।

নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, ইভিএম ক্রয়ের প্রস্তাবটি পরিকল্পনা কমিশন থেকে ফেরত এসেছে। যতোটুকু শুনেছি, পরিকল্পনা কমিশন টেকনিক্যাল কমিটি স্বাক্ষরিত নথিপত্র চেয়েছিলো। তাঁরা গত সপ্তাহে এটি নিয়ে বসেছিলো।’

‘তবে থমকে যাওয়া না বা বাস্তবায়নের এখনও যথেষ্ট সময় আছে। জানুয়ারির মাঝামাঝি সময়েও যদি প্রকল্প অনুমোদিত হয়, তাহলেও কোনও সমস্যা হবে না,’ বলে আশা প্রকাশ করেন মো. আনিছুর রহমান।

রোববার (১৩ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ইভিএম কেনার বাজেটে কাটছাঁট হবে কি-না এ রকম কোনও ইঙ্গিতও আমরা পাই নি। তবে প্রকল্প বাস্তবায়নের বিষয়টি সরকারের সমর্থনের ওপর নির্ভর করছে। সরকারের কাছ থেকে যে রকম অর্থ পাওয়া যাবে, আমরা সেভাবে ইভিএম সংগ্রহ করবো। আমরা অর্থ বিভাগেও প্রস্তাব পাঠিয়েছিলাম, সেটিও এখন পর্যন্ত ক্লিয়ার হয় নি। সেখানেও যোগাযোগ হয়েছে।’

ইসি কমিশনার বলেন, ‘সংরক্ষণাগার না থাকায় আগের বেশকিছু ইভিএম অকেজো হয়ে গিয়েছে। সেগুলো মেরামতের জন্য পাঠানো হয়েছে। ইভিএম সংরক্ষণের জন্য ১০টি রিজিওনালে ১০টি ওয়্যারহাউস করার প্রস্তাব করা হয়েছে। আমরা আশাবাদী সরকার এটির অনুমোদন দেবে।’