‘ইচ্ছে ও বিশ্বাস থাকলে বিশ্বকাপ জিততে পারে বাংলাদেশ।’

‘ইচ্ছে ও বিশ্বাস থাকলে বিশ্বকাপ জিততে পারে বাংলাদেশ।’
ডন প্রতিবেদন : কয়েকবছর আগে দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান বলেছিলেন, আগামী ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার যথেষ্ঠ সুযোগ রয়েছে। এ কথা তিনি এখনো মাঝেমধ্যে বলেন। এখন সম্ভবত জাতীয় দলের সব ক্রিকেটারই তা বিশ্বাস করেন। বিগত কয়েকবছর ধরে ওয়ানডে ফরম্যাটে বিশ্বের সেরা দলগুলোর মধ্যে একটি বাংলাদেশ। এই মুহূর্তে আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানেও রয়েছে। হয়তো সবার আগে বিশ্বকাপে টাইগাররাই কোয়ালিফাই করবে। এই ফরম্যাটে এখন বিশ্বের যে কোনও মাঠে যে কোনও দলকে হারানোর সক্ষমতা রাখে টিম বাংলাদেশ। সেটিরই প্রতিফলন ঘটেছে শুক্রবার (১৮ মার্চ) সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই দাপট দেখিয়েছে তামিম বাহিনী। তাইতো এখন বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে দলটির প্রতিটি সদস্য। সেই লক্ষ্যে পরিকল্পনা এবং সেভাবে প্রস্তুতিও নিচ্ছেন। আজ শনিবার (১৯ মার্চ) এক ভিডিও বার্তায় এ কথাই জানিয়েছেন স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, ‘স্বপ্ন যদি বড় না থাকে, তাহলে তো এগোনো যায় না। আমাদের সবার স্বপ্ন অনেক বড়। আমরা ভালো কিছু করতে চাই। দেশে যে রকম আমরা সিরিজ জিতি, বাইরের দেশেও সিরিজ জিততে চাই। এশিয়া কাপ, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে চাই।’ সেই অনুযায়ী এবং লক্ষ্যে চিন্তাভাবনা করছেন জানিয়ে মিরাজ বলেন, ‘আমাদের ওইভাবেই চিন্তাভাবনা যে, আমরা কীভাবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারি, এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে পারি এবং বাইরের দেশে সিরিজ জিততে পারি। এখন ওইভাবেই আমরা পরিকল্পনা করছি এবং প্রসেস ফলো করছি। কীভাবে ভালো ক্রিকেট খেলে জয় অর্জন করতে পারি, সেটাই আমাদের পরিকল্পনায় থাকে।’