ইউনিসেফ : করোনায় বাংলাদেশে ক্ষতিগ্রস্ত ৪ কোটিরও বেশি শিক্ষার্থি

ডন প্রতিবেদন : মহামারিতে লম্বা সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রাক-প্রাথমিক থেকে উচ্চশিক্ষার স্তর পর্যন্ত বাংলাদেশে চার কোটিরও বেশি শিক্ষার্থি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইউনিসেফের এক প্রতিবেদনে উঠে এসেছে। মঙ্গলবার (২৪ আগস্ট) জাতিসংঘের শিশু তহবিলের ওয়েবসাইটে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, যতো বেশি সময় শিশুরা স্কুলের বাইরে থাকবে; সহিংসতা, শিশুশ্রম ও বাল্যবিয়ের ঝুঁকির কারণে তাঁদের স্কুলে ফেরার সম্ভাবনা ততো কমে যাবে। ইউনিসেফ দ্রুত স্কুলগুলো খুলে দিতে এবং শিক্ষার্থিদের পড়াশোনার ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তার জন্য বিস্তৃত পরিসরে পদক্ষেপ নিতে সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। গত বছরের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের দিন জন্মদিনের অনুষ্ঠান উদ্‌যাপন না করেই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরে এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হয় নি। যদিও গত বছরের নভেম্বর, ডিসেম্বর এবং চলতি বছরের জানুয়ারিতে দেশে করোনাভাইরাসের সংক্রমণ কম থাকার কথা স্বিকার করেছেন খোদ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপরও ওই সময়ে কেনো শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয় নি, এর ব্যাখ্যা অবশ্য দেন নি তিনি। এ ছাড়া ইউনিসেফ এর আগে বলেছিলো, বন্ধের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবার পরে এবং খোলার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবার আগে খোলা উচিত। কিন্তু এরমধ্যে দেশে বেশ কয়েক দফা লকডাউনের পরে সবকিছুই খুলে দেওয়া হলেও শুধুই খোলা হয় নি শিক্ষা প্রতিষ্ঠান।