আড়াইহাজারে কেমিক্যাল কারখানায় আগুন : নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

আড়াইহাজারে কেমিক্যাল কারখানায় আগুন : নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

নিজস্ব সংবাদদাতা, বাঙলার কাগজ; আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট একসঙ্গে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

আড়াইহাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শাজাহান হোসেন বিকেল ৪টার দিকে বাঙলার কাগজকে এ তথ্য জানিয়েছেন।

স্টেশন কর্মকর্তা শাজাহান হোসেন জানান, আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের তিনগাঁও এলাকায় এইচপি কেমিক্যাল কারখানায় আগুন লাগে। খবর পেয়ে আড়াইহাজার, কাঞ্চন, মাধাবদী ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আগুনের সূত্রপাত কীভাবে, তা এখনও জানা যায় নি।

এদিকে ফায়ার সার্ভিসের কর্মীরা কেমিক্যাল কারখানা এলাকা থেকে আশপাশের লোকজনকে সরে যেতে অনুরোধ করছেন। যে কোনও ধরনের দুর্ঘটনা এড়াতে তাঁরা এ অনুরোধ জানিয়েছেন।