আ.লীগের চেয়ে খারাপভাবে দেশ চালানোর সুযোগ নেই : মান্না

আ.লীগের চেয়ে খারাপভাবে দেশ চালানোর সুযোগ নেই : মান্না

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, নতুন যে সরকারই ক্ষমতায় আসবে, তাঁরা আওয়ামী লীগের চেয়ে ভালোভাবে দেশ চালাবে। আওয়ামী লীগ বর্তমানে যতোটা খারাপভাবে দেশ চালাচ্ছে, এর চেয়ে খারাপ চালানোর সুযোগ নেই। সরকার গুলি করে মানুষ মারলেও মিছিলে মানুষ বাড়ছেই।

আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘রাজনৈতিক সভা-সমাবেশে বাধা, হামলা-মামলা, দমন-পীড়ন, গুলি-হত্যা বন্ধের দাবিতে’ সমাবেশের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। সেখানেই মাহমুদুর রহমান এসব কথা বলেন। সমাবেশে গণতন্ত্র মঞ্চের সাতটি শরিক দলের নেতারা বক্তব্য দেন।

মাহমুদুর রহমান বলেন, ‘এ সরকারকে রাতারাতি হটিয়ে কাউকে ক্ষমতায় বসানো যাবে না। বসাতে হবে অন্তর্বর্তীকালীন সরকার। যে সরকারের অধীনে নির্বাচন হবে, সেখানে জনগণের দাবি-দাওয়া নিয়ে নির্বাচনে যাবো। সেখানে দেখা যাবে, কার গ্রহণযোগ্যতা কতোখানি।’

সরকার দেশকে রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, এই সরকার ভোট ডাকাত, তাই ‘ভোট চোর’ বললে তাঁদের আত্মসম্মানে লাগে। তাঁরা হেলমেট, রামদা, রাইফেল দেখে না, বিরোধীদের আনা লাঠিতে ভয় পায়।

সরকার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে দাবি করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, আওয়ামী লীগ তাঁদের গণতান্ত্রিক ইতিহাস ভুলে গিয়ে সন্ত্রাসী রাজনৈতিক দলে পরিণত হয়েছে। বিরোধী দলের বিরুদ্ধে পুলিশকে লেলিয়ে দেওয়া হয়েছে। মিত্রদেশগুলোও আওয়ামী লীগের বিপক্ষে বলতে শুরু করেছে। তিনি বলেন, শেখ হাসিনা ভারত সফর শেষে যখন দেশে ফিরলেন, তখন তাঁর মুখে হাসি নেই, কপালে ভাঁজ। সব মিত্রদেশ বলছে, এই গণবিরোধী, ভোট ডাকাত, স্বৈরাচারী সরকারকে সমর্থন দিতে তাঁরা রাজি নয়।