আরডিএতে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন

আরডিএতে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ ও ডন; লিয়াকত হোসেন রাজশাহী, রাজশাহী : ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ শীর্ষক প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষর (আরডিএ) আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৮অক্টোবর) সকাল ১১টায় আরডিএ অডিটোরিয়ামের হলরুমে জন্মদিনের আলোচনা হয়। পাশাপাশি আরডিএ চেয়ারম্যান আনওয়ার হোসেনের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন পেশ ঈমাম মো. রাশেদুজ্জামান। 

আলোচনা সভায় চেয়ারম্যান শেখ রাসেলের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিনের আয়োজনে উপস্থিত ছিলেন আরডিএ’র বেসরকারি সদস্য তানভিরুল আলম, জাহাঙ্গীর আলম, আবুল হায়াত মো. রহমতুল্লাহ (প্রধান নির্বাহী কর্মকর্তা) এবং অথরাইজড অফিসার আবুল কালাম আজাদ।

আরও উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগের সভাপতি আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন প্রমুখ। 

এর আগে সকাল ৯টায় আরডিএ ভবন চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। 

এ সময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।