আমাদের হাঁটু যে ভাঙা নয় টের পাচ্ছেন, আপনাদের কোমর ভেঙে গেছে : কাদেরকে ফখরুল

আমাদের হাঁটু যে ভাঙা নয় টের পাচ্ছেন, আপনাদের কোমর ভেঙে গেছে : কাদেরকে ফখরুল

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : বিএনপির ‘হাঁটু ভাঙে নি’, বরং আওয়ামী লীগের ‘কোমর ভেঙে গেছে’ বলেই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগ ইতিমধ্যেই পরাজয় স্বীকার করে নিয়েছে। কারণ, আওয়ামী লীগ এখন শান্তিপূর্ণ সমাবেশে, শান্তিপূর্ণ মিছিলে, শান্তিপূর্ণ কর্মসূচিতে লাঠি, বন্দুক ও টিয়ার গ্যাস দিয়ে আক্রমণ শুরু করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সমাবেশে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। আগের দিন এক আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, ‘হাঁটুভাঙা বিএনপি এখন লাঠির ওপর ভর করেছে।’

এ বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘কালকে ওবায়দুল কাদের বলেছেন যে, বিএনপির নাকি হাঁটু ভাঙা। আমাদের হাঁটু যে ভাঙা নয়, টের পাচ্ছেন। লাঠিও আমরা নিই নি, আপনাদের ইতিমধ্যে কোমর ভেঙে গেছে। সেজন্য আপনারা শুধু লাঠি নয়, ইতিমধ্যে রামদা, তলোয়ার এবং পুলিশের বন্দুকের ওপর হাঁটছেন।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আপনারা জনগণের সঙ্গে নেই, সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছেন। সেজন্যই আজকে আপনাদের সম্পূর্ণভাবে এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে।’