আফগান সীমান্তের কাছে ১১ জঙ্গি হত্যা : পাকিস্তান

আফগান সীমান্তের কাছে ১১ জঙ্গি হত্যা : পাকিস্তান

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : আফগানিস্তানের সীমান্তের কাছে প্রত্যন্ত অঞ্চলে একটি সামরিক সন্ত্রাসবিরোধী অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত অন্তত ১১ জন জঙ্গি নিহত হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) পাকিস্তানের পক্ষ থেকে এ দাবি করা হয়েছে।

দেশটির এক সামরিক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান সফলভাবে একটি বড় রকমের সন্ত্রাসী কর্মকাণ্ডকে ব্যর্থ করেছে।

পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে, নিহত ব্যক্তিরা, আত্মঘাতী বোমা হামলাকারী এবং একজন প্রধান কমান্ডারসহ সবাই তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) বা পাকিস্তানি তালেবানের সদস্য।

ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, টিটিপি গত বছরে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর শতাধিক মানুষকে হত্যা করেছে। শুধু ডিসেম্বরেই পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ৪০ জনেরও বেশি সদস্য নিহত হয়েছেন।

পাকিস্তান বলেছে, পলাতক টিটিপি নেতা এবং কমান্ডাররা সীমান্তের আফগানিস্তানের দিক থেকে সন্ত্রাসী হামলার নির্দেশ দিচ্ছে। একইসঙ্গে দেশটি অভিযোগ করেছে, তালেবান শাসকরা তাদের সন্ত্রাসবাদ প্রতিরোধের প্রতিশ্রুতি অনুসারে তাদের থামাচ্ছে না।