আপনারা সবকিছু জয় করুন, আশির্বাদ : কালাম আঝাদ

আপনারা সবকিছু জয় করুন, আশির্বাদ : কালাম আঝাদ

আমি ভালোবাসি গেরুয়াকে
আমি ভালোবাসি বেগুনিকে
আমি ভালোবাসি ভারতের প্রতিটি মানুষকে
কারণ আমিও ভারতবর্ষের গর্বিত একজন।
ভারতীয় উপ-মহাদেশ একদিন বিশ্বজয় করবে
পৃথিবীটাকে দেখিয়ে দেবে আমরাও পারি।

সড়কের পাশে আড্ডারত আপনাকে বলছি
পরে গেরুয়া রঙ ছিলো যেখানে
যখন আমি অন্য কারও দ্বারা ‘নিয়ন্ত্রিত’ হয়ে হাঁটি
আবার যখন রাস্তায় গাড়ি থাকে
তখন স্বল্প সেকেন্ডের চোখের চাহনিতে আশির্বাদ বোঝা যায় না
কারণ আপনার মঙ্গল চাই আমি সকল সময়।

একটি বিষয় তো বলাই যায়, আমিও মানুষ হয়ে জন্ম নিয়েছি
পারিপার্শ্বিকতায় আচরণে ত্রুটি হতে পারে আমারও।
তাই ক্ষমাসুন্দর হওয়াই শ্রেয়।
কারণ মনটা আপনাদের ‘দাস’ হয়ে গেছে।
শুধু আপনাদের জন্যই কাজ করে যাই।

যখন খেতে বসেছিলাম, দেখেছিলাম একটি সুন্দর মনের মানুষ আপনাকে
আপনার প্রতি আমার আশির্বাদ বহুগুণে।
আমি আপনাদের প্রতিটি মানুষকে অনেক বেশি আশির্বাদ জানাই।
আপনারা অনেক বেশি সম্পদশালী হোন, অনেক সম্মানের অধিকারী হোন
আর অর্জন করুন সকলকিছুই
যেনো পৃথিবীটা আপনাদের হাতের মুঠোয় থাকে।

আপনাদের জ্ঞাতার্থে
আমি আমার সঙ্গে থাকা যাঁদের দ্বারাই নিয়ন্ত্রিত হই না কেনো
আমার স্বকীয়তা বজায় রাখতে সচেষ্ট থাকি
সেটা যে স্থানেই হোক।

হয়তো তাঁরা আমাকে এখানে-সেখানে নিয়ে যায়
তবে আমার ভেতর তো তারা পরিবর্তন করতে পারবে না।
মূল বিষয়, আমি অন্তরে যা ধারণ করি, সব সময় তা বলি।

থাক সে কথা।

সারাংশ হলো, যারা ধর্মের দোহাই দিয়ে বা ধমকে আমাকে শৃঙ্খলিত করতে চায়
আমি তাদের বলি, ধিক মৌলবাদ।

আমি আলো দেখেছি রাতের বেলায়
আমি পুষ্প দেখেছি সকাল বেলায়
আমি সূর্যমুখী দেখেছি দুপুর বেলায়
আমি পাখির কলকাকলি শুনেছি বিকেল বেলায়
আমি ভারতের জয় দেখেছি অষ্ট প্রহরে।

রাজ্য জয় করতে গিয়ে যদি কখনো ক্লান্তি বা শ্রান্তি ছোঁয়
তবে হাসিমুখটি স্মরণ করবেন
আপনার মনে আনন্দ নেমে আসবে
জয়ী হয়ে যাবেন আপনিও।