আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার।
নিজস্ব প্রতিবেদক, বাঙলা কাগজ; কামাল উদ্দিন টগর, নওগাঁ : নওগাঁর আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২১-২২ এর আওতায় ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২৭ জুন) আত্রাই উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে একবিঘা জমির জন্য পেঁয়াজ বীজ এক কেজি, ২০ কেজি ডিএপি (ডায়ামোনিয়াম ফসফেট), ২০ কেজি এমওপি (মিউরেট অব পটাশ), ২৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধানবীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি করে অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।
এ ছাড়া জমি প্রস্তুত, সেচ, শ্রমিক ও বালাইনাশকসহ অন্যান্য উপকরণ বাবদ একজন কৃষককে নগদ ২ হাজার ৮শ টাকা প্রণোদনা হিসেবে প্রতিটি কৃষকের বিকাশের মাধ্যমে প্রদান করা হবে বলেও জানানো হয়।
এ সময় উপজেলার আটটি ইউনিয়নের আমন উপকরণ ২৯০ জন এবং পেঁয়াজ বীজ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকতেখারুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান প্রামানিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং বাঙলা কাগজ ও আওয়ার ডনের জেলা প্রতিনিধি কামাল উদ্দিন টগর, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কে এম কাওছার হোসেন, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল বারী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আজাদ রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কেরামত আলী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।