অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়ালো আ.লীগ

অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়ালো আ.লীগ

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি না মেলায় ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। তবে ঢাকা মহানগরীতে সতর্ক প্রহরা থাকবে সরকার সমর্থক নেতাকর্মীদের।

শুক্রবার (২৮ জুলাই) গভীর রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের অবস্থান কর্মসূচি বিরত রাখবো। তবে প্রতিটি থানা ওয়ার্ড কার্যালয়ে নেতাকর্মীরা সতর্ক পাহারা দিবে।’

শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত মহাসমাবেশে শনিবার (২৯ জুলাই) রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোয় অবস্থান কর্মসূচির ঘোষণা করে বিএনপি। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করার কথা জানায় বিএনপি। এরপরই পাল্টা কর্মসূচি হিসেবে রাজধানীর সব প্রবেশমুখগুলোয় অবস্থান কর্মসূচি ঘোষণা দেয় আওয়ামী লীগ আর শান্তি সমাবেশ করার ঘোষণা দেয় যুবলীগ। তবে এসব কর্মসূচিতে কোনও অনুমতি দেওয়া হয় নি বলে জানায় ডিএমপি।