অবশেষে রাজধানীসহ দেশজুড়ে স্বস্তির বৃষ্টি
নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : দীর্ঘ প্রায় এক মাস তীব্র দাবদাহের পর অবশেষে বৃষ্টিতে বেশ স্বস্তি এসেছে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার মানুষের। বৃহস্পতিবার (২ মে) দুপুর থেকেই দেশের বিভিন্ন জেলায় বৃষ্টির খবর পাওয়া গেছে। আর একইদিন দিবাগত রাত ১২টার পর ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হয়।
মিরপুর, মোহাম্মদপুর, কারওয়ান বাজার, কমলাপুর, উত্তরা, আগারগাঁও, গুলশান, বনানী, নিকেতন এবং নাখালপাড়াসহ আরও বেশ কিছু এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, তাঁরা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির খবর পেয়েছেন।
আবহাওয়া অধিদপ্তরের মতে, এ বছর এপ্রিলে গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা গত ৭৬ বছরের এপ্রিলে রেকর্ড করা গড় তাপমাত্রার চেয়ে তিন ডিগ্রি বেশি। আর এবারের এপ্রিলেই দীর্ঘতম দাবদাহ বয়ে গেছে দেশজুড়ে।