অবৈধ চাল মজুতদারদের জেলে দিতে হবে : খাদ্যমন্ত্রী

অবৈধ চাল মজুতদারদের জেলে দিতে হবে : খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, অবৈধভাবে চাল মজুত করলে নামমাত্র জরিমানা করে ছেড়ে দেওয়া যাবে না। মজুতের সমপরিমাণ জরিমানা করতে হবে অথবা মামলা করে জেলে দিতে হবে। মজুতদাররা যে দলেরই হোক না কেনো, কোনও ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘চালের বাজার নিয়ন্ত্রণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, চালের দাম নিয়ে সরকার খুব কঠোর। তবে সাধারণ ব্যবসায়ীদের এতে চিন্তার কিছু নেই।

খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচনের সুযোগ নিয়ে চালের দাম বাড়িয়েছিলো কিছু অসাধু ব্যবসায়ী। এরপর থেকে সারাদেশে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসন মাঠে নেমে কাজ করছে। এখনো অভিযান অব্যাহত আছে। কেউ চালের দাম বাড়ালে সেটা বরদাশত করা হবে না।