৯১ লাখ ইয়াবা ধ্বংস করা হলো স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে।

৯১ লাখ ইয়াবা ধ্বংস করা হলো স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে।

নিজস্ব প্রতিবেদক, বাঙলা কাগজ; কক্সবাজার : কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের উপস্থিতিতে প্রায় ৯১ লাখ ইয়াবা ধ্বংস করা হয়েছে।

শুক্রবার (২৭ মে) সকাল সাড়ে ১১টায় কক্সবাজারের রামু উপজেলায় বিজিবির কক্সবাজার রিজিয়নের উদ্যোগে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে ২৪ ধরনের মাদক আসে প্রতিবেশী দেশ ভারত এবং মিয়ানমার থেকে। এর মধ্যে অধিকাংশই আসে মিয়ানমার থেকে। এই জায়গাটিতে আমাদের খেয়াল রাখতে হবে। দেশকে বাঁচাতে, যুব সমাজকে বাঁচাতে আমাদের কঠোর হওয়া ছাড়া বিকল্প নেই।’

‘অপরাধীর রাজনৈতিক পরিচয় যাই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে’ বলেই মন্তব্য করেন আসাদুজ্জামান খাঁন কামাল।

অনুষ্ঠানে এক বছরে উদ্ধার করা আনুমানিক ৩৯৫ কোটি ৭৬ লাখ ৪৭ হাজার ৫৭৫ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে বলে।

বিষয়টি জানিয়েছে বিজিবি।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৯০ লাখ ৮০ হাজার ৪৭৭ পিস ইয়াবা, ২৩ কেজি ৭৫২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৬ হাজার ৭৬৭ ক্যান বিয়ার, ১ হাজার ৩৩৯ বোতল মদ, ১৫৪ বোতল ফেনসিডিল, ২০৬ লিটার বাংলা মদ, ১৭ কেজি গাঁজা, ৪৮ হাজার ১৯টি বিভিন্ন প্রকার ট্যাবলেট, ১০ হাজার ৯৮৪ প্যাকেট সিগারেট এবং ৭ বোতল অ্যামোনিয়াম সালফার।

বিজিবির কক্সবাজার রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম-উস-সাকিব অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। 

এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব আখতার হোসেন, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বক্তব্য দেন।

অনুষ্ঠানে কক্সবাজারের সাংসদ সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক এবং কানিজ ফাতেমা আহমেদ উপস্থিত ছিলেন।