৪ জিম্মিকে উদ্ধার করেছে ইসরায়েল

৪ জিম্মিকে উদ্ধার করেছে ইসরায়েল

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : ফিলিস্তিনের গাজার মধ্যাঞ্চল থেকে ৪ জন জিম্মিকে জীবিত উদ্ধার করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী শনিবার (৮ জুন) জানিয়েছে, এ অঞ্চলের নুসেইরাত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়েছে।

৪ জনকে উদ্ধারের পর ইসরায়েলের বাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া ৪ জন সুস্থ আছেন। তাঁদের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিবিসি'র।

উদ্ধার হওয়া ৪ জন জিম্মি হলেন : নোয়া আরগামানি (২৫), আলমগ মেইর জান (২১), আন্দ্রি কোজলভ (২৭) ও শলোমি জিভ (৪০)। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের একটি গানের উৎসব থেকে হামাস সদস্যরা তাঁদের অপহরণ করেছিলে বলে জানিয়েছে ইসরায়েল।

৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলা চালায় হামাস। ওই হামলায় দেশটিতে প্রায় ১ হাজার ৪শ জন নিহত হন। এ ছাড়া প্রায় আড়াই শ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাসের সদস্যরা। এরপর গাজায় হামলা শুরু করে ইসরায়েল।