৩১ লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স দিলো ভারত : ২০ আগস্ট শুরু ফ্লাইট

৩১ লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স দিলো ভারত : ২০ আগস্ট শুরু ফ্লাইট
ডন প্রতিবেদন : বাংলাদেশকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স দেওয়ারঅংশ হিসেবে আরও ৩১টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স দিয়েছে ভারত। সেপ্টেম্বরের শেষ নাগাদ বাকি অ্যাম্বুলেন্সগুলো আসার কথা রয়েছে। এর আগে গত ৪ আগস্ট ৩০টি অ্যাম্বুলেন্স বেনাপোল স্থলবন্দরে হয়ে ঢাকায় পৌঁছায়। স্বাধিনতার সুবর্ণ জয়ন্তি এবং মুজিব শতবর্ষ উপলক্ষে গত ২৬ ও ২৭ মার্চ ঢাকা সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই সময় তিনি ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স দেওয়ার ঘোষণা দেন। এদিকে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স এবং চিকিৎসা সামগ্রি হস্তান্তরের অনুষ্ঠানে মঙ্গলবার (১৭ আগস্ট) ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী জানিয়েছেন, চুক্তি অনুযায়ি সেরাম থেকে শিগগিরই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাবে বাংলাদেশ। তিনি বলেন, ‘ভারতের করোনাভাইরাস পরিস্থিতি এখন উন্নতির দিকে। ভারত চুক্তি অনুযায়ি বাংলাদেশকে সেরাম থেকে যে টিকা দেওয়ার কথা, আশা করছি খুব শিগগিরই সেটি দেওয়া হবে।’ বিক্রম দোরাইস্বামী আরও বলেন, ‘ভারতে করোনাভাইরাসের সংক্রমণের হার বেড়ে যাওয়ায় দেশের বাইরে টিকা সরবরাহ বন্ধ করা হয়। আমাদের টিকা উৎপাদনের সক্ষমতা বাড়ানো হচ্ছে।’ ‘তা ছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে, ভারতের কাছে বাংলাদেশ প্রধান অগ্রাধিকার।’ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, আগামি শুক্রবার (২০ আগস্ট) থেকে সিমিত পরিসরে ভারতেরসঙ্গে বিমান যোগাযোগ চালু করতে যাচ্ছে বাংলাদেশ। ভারতেরসঙ্গে এয়ার বাবল চুক্তির অধিনে ২০ আগস্ট থেকে ফ্লাইট চালু হবে বলে আশা করছি। এর আগে সোমবার (১৬ আগস্ট) এক প্রজ্ঞাপনে বেবিচক (বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ) জানায়, ভারতেরসঙ্গে আকাশপথে যোগাযোগের অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি প্রজ্ঞাপনে বিশ্বের ২৭টি দেশের যাত্রিদের জন্য বাংলাদেশ ভ্রমণে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে সংস্থাটি।