৩ শ আসনে ইভিএম চেয়েও আড়াই শ আসনেই পাচ্ছে না আ.লীগ

৩ শ আসনে ইভিএম চেয়েও আড়াই শ আসনেই পাচ্ছে না আ.লীগ

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : সরকার এই মুহূর্তে দুই লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার বিষয়টি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে ক্রয় প্রকল্পটি বাতিল করা হয় নি। মূল বিষয় হলো, ডলার সাশ্রয় করতেই সরকার আপাতত আর ইভিএম কিনতে চাইছে না। অথচ আওয়ামী লীগ ৩ শ আসনেই ইভিএম চেয়েছিলো। যদিও এখন তাঁরা অর্ধশত আসনের ইভিএম ব্যবহারকেই স্বাগত জানাচ্ছে। উল্লেখ করা যেতে পারে, বর্তমানে নির্বাচন কমিশনের (ইসি) কাছে যে পরিমাণ ইভিএম আছে, সেগুলো দিয়ে তাঁরা সর্বোচ্চ অর্ধশত আসনে নির্বাচন করতে সক্ষম হবে। ফলে বাদবাকিগুলোতে নির্বাচন হচ্ছে ব্যালটের মাধ্যমে।

সোমবার (২৩ জানুয়ারি) রাজধানী ঢাকায়, ইসি ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাঙ্গীর আলম জানান, ‘চলমান বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কটের মধ্যে সরকারের আর্থিক সক্ষমতার কথা বিবেচনা করে পরিকল্পনা কমিশন প্রকল্পটি (ইভিএম ক্রয়) বাস্তবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।’

জানা গেছে, গত বছরের ১৯ সেপ্টেম্বর নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩ শটির মধ্যে ১৫০টি আসনে ইভিএম সংগ্রহের জন্য ৮ হাজার ৭১১ কোটি টাকার প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত নেয়। সচিব বলেন, ‘গত বছরের ২৩ আগস্ট আগামী নির্বাচনে সর্বাধিক ১৫০টি আসনে ব্যালট পেপারের পরিবর্তে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত নেয় ইসি। আগামী বছরের শুরুতে পরবর্তী জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।’

এদিকে ইভিএমের বিরোধিতা করে আসছে বিএনপি ও তাঁর মিত্ররা। এক্ষেত্রে গেলো জুলাই মাস জুড়ে চলা সিইসির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে যোগ দেয় নি তাঁরা। 

নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন যে, ক্ষমতাসীন আওয়ামী লীগ এই সিদ্ধান্তকে (অর্ধশত আসনেই ইভিএম ব্যবহার) স্বাগত জানিয়েছে।

তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপে আওয়ামী লীগের পক্ষ থেকে ৩ শ আসনেই ইভিএম চাওয়া হয়েছিলো। সংলাপে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছিলেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।