১২ কেজির দাম কমেছে ৬৫ টাকা

১২ কেজির দাম কমেছে ৬৫ টাকা

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : ১২ কেজি সিলিন্ডার গ্যাসের (এলপিজি) দাম ৬৫ টাকা কমেছে। সোমবার (২ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ ঘোষণা দেয়।

বিইআরসি জানায়, বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ২৯৭ টাকা থেকে ৬৫ টাকা কমিয়ে ১ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ থেকেই এ দাম কার্যকর হবে।

এর আগে ডিসেম্বরে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫১ টাকা থেকে ৪৬ টাকা বাড়িয়ে ১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করেছিলো বিইআরসি।

তারও আগে আগস্টের শুরুতে এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২১৯ টাকা নির্ধারণ করা হয়েছিলো। তখন দাম কমেছিলো ৩৫ টাকা।