হলি আর্টিজান : ৭ জঙ্গির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড

হলি আর্টিজান : ৭ জঙ্গির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : গুলশানের হলি আর্টিজানে হামলার ঘটনায় ৭ জঙ্গির মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। সোমবার (৩০ অক্টোবর) এই রায় দেওয়া হয়। এর আগে গত ১১ অক্টোবর এ মামলায় উভয়পক্ষের শুনানি সম্পন্ন হয়। পরে রায়ের জন্য ৩০ অক্টোবর দিন ধার্য করে দেন হাইকোর্ট।

২০১৬ সালের পহেলা জুলাই রাতে হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। এ হামলায় ২ পুলিশ সদস্য এবং বিদেশি নাগরিকসহ ২২ জন নিহত হন। ওই জঙ্গি হামলার মামলায় ২০১৯ সালের ২৭ নভেম্বর বিচারিক আদালত রায় ঘোষণা করে। রায়ে সাত জঙ্গিকে ফাঁসির আদেশ দেন আদালত। এরপর একই বছরের ৫ ডিসেম্বর মামলার রায়ের কপি উচ্চ আদালতে পাঠায় বিচারিক আদালত।

হাইকোর্টে ডেথ রেফারেন্স ও জেল আপিল শুনানির জন্য নিয়ম অনুযায়ী পেপার বুক তৈরি করতে হয়। পেপারবুক তৈরি হলে প্রধান বিচারপতি মামলার শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ দিলে সেখানে মামলার শুনানি হয়।