হিরো আলমের ওপর হামলা সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা : ইসি

হিরো আলমের ওপর হামলা সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা : ইসি

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনের দিন ভোটকেন্দ্রের বাইরে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনা ‘সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস’ বলেই জানিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।

হামলার ঘটনায় কমিশন কী ব্যবস্থা নিচ্ছে জানতে চাইলে ইসি সাংবাদিকদের বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক এবং ন্যাক্কারজনক ঘটনা, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস।’

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে সঙ্গেই আমাদের প্রধান নির্বাচন কমিশনার মহোদয় ডিএমপি কমিশনারের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং এ বিষয়ে জরুরি ভিত্তিতে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এবং গৃহীত ব্যবস্থা আমাদের জানাতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে আজ (মঙ্গলবার) ডিএমপি কমিশনারকে লিখিত চিঠিও দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার (১৭ জুলাই) ভোট চলার সময় বেলা সোয়া ৩টার দিকে রাজধানীর বনানীর বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে হিরো আলম বেশ কয়েকজন ইউটিউবারসহ কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভোটকেন্দ্রের বাইরে কয়েকজনের সঙ্গে হিরো আলমের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এর এক পর্যায়ে মারধরের শিকার হন তিনি।