হেফাজতকে নিয়ে মাঠে নামতে চায় জঙ্গিরা

হেফাজতকে নিয়ে মাঠে নামতে চায় জঙ্গিরা

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : নির্বাচনের আগে মরণ কামড় দিতে তৎপরতা শুরু করেছে জঙ্গিরা। এক্ষেত্রে তারা হেফাজতে ইসলামকে নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। আর হেফাজতে ইসলামের সঙ্গে জঙ্গিদের এ মধ্যস্ততা করছে স্বাধীনতা বিরোধীরা। ইতোমধ্যে জঙ্গিদের কিছু নেতা দেশের বিভিন্ন জায়গায় বোরখা পরে ঘোরাফেরাও করেছেন। এক্ষেত্রে তারা বিভিন্ন বিষয় রেকি করছেন বলেই জানা গেছে। আর সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র আনছেন তারা।

জঙ্গিদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বাঙলার কাগজকে বলেছেন, জঙ্গিদের বিষয়ে আমাদের জিরো টলারেন্স। কেনোভাবেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট হতে দেওয়া হবে না।

সূত্র জানায়, আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনা জঙ্গিদের মনে নতুন করে আশার সঞ্চার সৃষ্টি করেছে। তার ওপর সাম্প্রতিক সময়ে হেফাজতে ইসলামের বেশকিছু নেতার নামে জামিনের ঘটনা তাতে ঘি ঢেলেছে। অর্থাৎ এখন এক রকম ফুরফুরে মেজাজেই রয়েছে জঙ্গিরা। তারা ইতোমধ্যে কিছু হামলার ছকও এঁকেছে। এসব হামলা করতে তারা কয়েকটি বৈঠক করেছে বলেই জানিয়েছে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র।

সূত্র আরও জানায়, গত কয়েকদিন আগে কুমিল্লার তিতাসে বোরখা পরে ৩ ব্যক্তি এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করে। আর এ বিষয়টিই নিয়েছে জঙ্গিরা। এ অবস্থায় গত কয়েকদিনে দেশের বেশকিছু জায়গায় বোরখা পরে ঘোরাফেরাও করেছে জঙ্গিদের কিছু নেতা। এমন পরিস্থিতিতে অস্বাভাবিক উচ্চতা মনে হলেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চ্যালেঞ্জ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সূত্র জানায়, হেফাজতে ইসলামের লং-মার্চে মাদরাসার কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করা হয়েছিলো। আর এ অবস্থায় নির্বাচন যতোই ঘনিয়ে আসছে, ততোই বন্ধ থাকা মাদরাসাগুলোও চালু করা হচ্ছে এবং তাতে শিক্ষার্থী ভর্তিরও তোড়জোড় চলছে। এ অবস্থায় সংশ্লিষ্টরা বলছেন, হেফাজতের নামে যাতে দেশে আর সহিংসতা চালানো সম্ভব না হয় কিংবা কোনও রাজনৈতিক কর্মসূচি দেওয়া না হতে পারে, সেজন্য সরকার এবং প্রশাসনকে অনেক সচেষ্ট থাকতে হবে।

সূত্রমতে, মিয়ানমার সীমান্ত দিয়ে ইয়াবার সঙ্গে দেশে ঢুকছে অস্ত্র। পাশাপাশি বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়েও কিছুক্ষেত্রে অস্ত্র ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। আর এগুলোর সবগুলোই অবৈধ অস্ত্র। এ অবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখনই এসব বিষয়ে সংশ্লিষ্টদের তৎপর হতে বলেছেন বিশেষজ্ঞরা।