হুথির ওপর যুক্তরাষ্ট্রের ফের অতর্কিত হামলা

হুথির ওপর যুক্তরাষ্ট্রের ফের অতর্কিত হামলা

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : ইরান সমর্থিত ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ওপর শুক্রবার (১২ জানুয়ারি) ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন দুইজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। লোহিত সাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করবেন- বাইডেনের এমন অঙ্গীকারের পর মার্কিন বাহিনী হুথিদের ওপর হামলা শুরু করেছে।

মার্কিন বাহিনীর সর্বশেষ এ হামলা হুথিদের রাডার সাইটকে লক্ষ্য করে চালানো হয়। এই হামলার একদিন আগেই হুথিদের বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালায় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। 

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা সর্বশেষ এ হামলা নিয়ে বিস্তারিত কিছু বলেন নি। প্রতিবেদনে বলা হয়েছে,  লোহিত সাগরে হুথিদের হামলার রুখতে মার্কিন বাহিনীর হামলার প্রধান লক্ষ্যবস্তু হচ্ছে রাডার স্থাপনা। 

ইয়েমেনে শুক্রবার বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা। তবে এ হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে- তা নিয়ে এখন পর্যন্ত কিছু জানা যায় নি।