হুতিদের ওপর হামলা চলবে : বাইডেন

হুতিদের ওপর হামলা চলবে : বাইডেন

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : ইয়েমেনে হুতিদের ওপর বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, হুতিরা লোহিত সাগরে হামলা বন্ধ না করলে মার্কিন বাহিনী অভিযান অব্যাহত রাখবে। খবর এএফপি’র।

মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিনীর পক্ষ থেকে থেকে বলা হয়েছে, তারা হুতিদের দুইটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রে হামলা চালিয়েছে। এসব দিয়ে হুতিরা লোহিত সাগরে হামলার প্রস্তুতি নিচ্ছিলো।

সম্প্রতি হুতিদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র বেশ কয়েকবার বিমান হামলা চালিয়েছে।