হাত দিয়েই তোলা যাচ্ছে কোটি টাকার সড়কের পিচ ঢালাই

হাত দিয়েই তোলা যাচ্ছে কোটি টাকার সড়কের পিচ ঢালাই

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : মাদারীপুরের সদর উপজেলার বাংলাবাজার-দুধখালী সড়ক সম্প্রতি ১ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা হয়। কিন্তু সংস্কার কাজ এতোটাই নিম্নমানের হয়েছে যে, স্থানীয়রা হাত দিয়েই তুলে ফেলতে পারছেন। রাস্তাটির পিচ ঢালাই হাত দিয়ে তুলে ফেলার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। উপজেলাবাসীর আলোচনা-সমালোচনার বিষয়বস্তুও এখন কোটি টাকার এই রাস্তা।

স্থানীয়দের অভিযোগ, এলজিইডি কর্তৃপক্ষ রাস্তা সংস্কার কাজ তদারকি না করার কারণেই রাস্তায় নিম্নমানের কাজ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।  নিম্নমানের সামগ্রী ব্যবহার করে সড়ক সংস্কার করায় কাজ শেষ হতে না-হতেই সড়কের কয়েকটি অংশের পিচ ঢালাই উঠে গেছে এবং হাতের সঙ্গে উঠে আসছে। কাজ শেষ হতে না হতেই সড়কের অনেক অংশের পিচ উঠে গেছে।

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা এলাকার বাসিন্দা নীরব বলেন, সংস্কার কাজ খুবই নিম্নমানের হয়েছে। হাতের সঙ্গেই উঠে যাচ্ছে পিচ। রুটির মতো রোলিং হয়ে উঠে যাচ্ছে। গাড়ির চাকার সঙ্গে উঠে যাচ্ছে পিচ।

সরেজমিনে গিয়ে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার বাংলাবাজার-দুধখালী সড়কটি ১ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছে। কাজটি ঠিকাদারী প্রতিষ্ঠান বিকে এন্টারপ্রাইজ সম্পন্ন করে। এই সড়কের বিভিন্ন অংশের পিচ ঢালাই উঠে গেছে নির্মাণ কাজ শেষ হওয়ার পরেই। নিয়ম অনুযায়ী কমপ্রেশার মেশিন দিয়ে সড়ক পরিষ্কার করে প্রাইম কোট দিয়ে পিচ ঢালাইয়ের কাজ হওয়ার কথা। কিন্তু সড়কটির ক্ষেত্রে তা না করে, গাছের পাতা ও ময়লার ওপরই চলছে কার্পেটিংয়ের কাজ। এ ছাড়া নিম্নমানের বিটুমিন, বালি ও পাথরের মিশ্রণে কাজ করায় বিভিন্ন জায়গায় কার্পেটিং উঠে যাচ্ছে।

অভিযোগ অস্বীকার করে ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক আরিফুর রহমান মোল্লা দাবি করেন, ‘ছয়জন ইঞ্জিনিয়ার কাজটি তদারকি করেছেন। যেভাবে কাজটি করতে বলা হয়েছে, ঠিক সেভাবেই কাজটি করা হয়েছে। কোনও অনিয়ম করা হয় নি।’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কৃত্তনীয়া বাঙলার কাগজকে বলেন, জিওবি মেইনটেন্যান্স প্রকল্পের আওতায় খানাখন্দে ভরা প্রায় চার কিলোমিটার সড়কের সংস্কার অনুমোদন হয়। আমরা সাইট ভিজিট করে যদি অনিয়ম পাই, তাহলে ঠিকাদার পুনরায় কাজ করে দেবে।