হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে : নেতানিয়াহু

হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে : নেতানিয়াহু

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় ১২ শিশু-কিশোর নিহতের ঘটনায় মুখোমুখি ইসরায়েল-লেবানন। যদিও গোলান মালভূমিতে হামলার দায় অস্বীকার করেছে হিজবুল্লাহ। তবে ওই হামলার জন্য ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করেছে। ওই হামলার জবাবে শনিবার (২৭ জুলাই) রাতেই হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। রবিবার (২৮ জুলাই) যুক্তরাষ্ট্র সফর থেকে তড়িঘড়ি দেশে ফেরেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে বলেছেন, হিজবুল্লাহকে এজন্য চড়া মূল্য দিতে হবে। 

রবিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, হিজবুল্লাহর হামলার পর লেবাননে গোষ্ঠীটির সাতটি লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালানো হয়েছে। তবে এসব হামলায় হতাহতের কোনও খবর পাওয়া যায় নি। 

এই পাল্টাপাল্টি হামলার মাধ্যমে দুই পক্ষ সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। অবশ্য গত অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে হামলা-পাল্টা হামলা চলছে। ইসরায়েলে হামাসের ওই হামলার পর হিজবুল্লাহর এই আঘাতটি এখন পর্যন্ত সবচেয়ে বড়। 

একটি ভিডিওতে দেখা গেছে, গোলানে রকেট হামলার পর ফুটবল মাঠে আতঙ্কিত মানুষ ছোটাছুটি করছে। হতাহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। নিহতরা সবাই আরবিভাষী ‘দ্রুজ’ আদিবাসী জনগোষ্ঠীর সদস্য। এ এলাকায় দ্রুজ জাতিগোষ্ঠীর ২ হাজার ৫শ সদস্য বসবাস করেন।

জানা গেছে, দ্রুজ জনগোষ্ঠীর বেশিরভাগ সদস্য উত্তর ইসরায়েল, লেবানন, জর্ডান ও সিরিয়ায় বাস করেন। এ জনগোষ্ঠীর লোকেরা ইসরায়েলে পূর্ণ নাগরিকত্ব পায়। তাঁরা ইসরায়েলের জনসংখ্যার ১ দশমিক ৫ শতাংশ। ১৯৮১ সালের দিকে দ্রুজদের ইসরায়েলের নাগরিকত্ব দেওয়া শুরু হয়। ইসরায়েলের সেনাবাহিনীতেও এ জাতিগোষ্ঠীর অনেক সদস্য রয়েছেন।