সড়ক পরিবহন শ্রমিক লীগ সভাপতির বঙ্গবন্ধু বিদ্বেষ, কমিটি বাণিজ্য ও চাঁদাবাজি

সড়ক পরিবহন শ্রমিক লীগ সভাপতির বঙ্গবন্ধু বিদ্বেষ, কমিটি বাণিজ্য ও চাঁদাবাজি

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : নাম মোহাম্মদ হানিফ খোকন। বাড়ি নোয়াখালী। থাকেন ঢাকার বাড্ডা এলাকায়। বলছি ‘লীগ’ শব্দ ব্যবহার করা ‘সড়ক পরিবহন শ্রমিক লীগ’ এর সভাপতি মোহাম্মদ হানিফ খোকনের কথা। বঙ্গবন্ধু, তাঁর পরিবার এবং আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসে শুধু প্রেস রিলিজ দিয়েই তিনি তাঁর দায়িত্ব শেষ করেন। আগেভাগে ঘোষণা দিয়েও কর্মসূচি পালন করেন মাত্র এক-দুইটা। এসব বিষয়গুলোও তখনই মামুলি হয়ে যায়, যখন মোহাম্মদ হানিফ খোকনের অধিকতর আসল রূপ বেরিয়ে আসে। নামে সব সময় ‘মোহাম্মদ’ শব্দ ব্যবহার করে ধর্ম ব্যবসা করা মোহাম্মদ হানিফ খোকনের বিরুদ্ধে অভিযোগ, তিনি দেশজুড়ে কমিটি দিতে গিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। এমনকি উপজেলা পর্যায়ের কমিটি দিতেও তাঁর ‘ডিমান্ড’ কয়েক লাখ টাকা। আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের পাশেই (২৫, বঙ্গবন্ধু এভিনিউ- দ্বিতীয় তলা) একটি ‘শোডাউন মার্কা’ (কারণ এটি আওয়ামী লীগের কাজে ব্যবহৃত হয় না) অফিস নিয়ে তিনি রাজধানী ঢাকা থেকেই চাঁদাবাজি করে যাচ্ছেন বিপুল অঙ্কের অর্থ।

অভিযোগের ব্যাপারে জানার জন্য মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে মোহাম্মদ হানিফ খোকনকে ফোন দেওয়া হলে তিনি বাঙলার কাগজের অভিযোগ না শুনেই বলেন, ‘এ ব্যাপারে আমার কোনও মন্তব্য নেই। আপনি যা করেছেন, তা-ই একশ পার্সেন্ট রাইট।’

অনুসন্ধানে এবং খোঁজ নিয়ে জানা গেলো, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি পরিচয় দিলেও মোহাম্মদ হানিফ খোকন বরাবরই বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের সদস্যদের নিয়ে কটূক্তি করে থাকেন। যার প্রমাণ বাঙলার কাগজের হাতে রয়েছে। আর বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিয়ে কর্মসূচির বিষয়টি যেনো বলাই বাহুল্য। এক্ষেত্রে আওয়ামী লীগের সবচেয়ে স্পর্শকাতর মাস- সর্বশেষ আগস্ট সম্পর্কেই বাঙলার কাগজের কাছে তথ্য, মাসটিতে সড়ক পরিবহন শ্রমিক লীগ ৬ দিনের কর্মসূচি প্রদান করে। অথচ তা শুধু প্রেস রিলিজ এবং সংবাদ প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ ছিলো। ঘোষিত আগস্ট মাসের কর্মসূচিগুলোর মধ্যে মাত্র ১টি কর্মসূচি পালন করেন মোহাম্মদ হানিফ খোকন। এক্ষেত্রে শুধু ১৫ আগস্টে ধানমন্ডি-৩২ নম্বরে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি (তাঁর সংগঠনের কয়েকজন সদস্যও ছিলেন)। আর অপর এক দায়সারা কর্মসূচিতে শোক দিবস উপলক্ষে আগস্ট মাসের শেষদিন- ৩১ আগস্ট আলোচনা সভা এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ ছিলো। তবে দুস্থদের মাঝে খাবার বিতরণের কর্মসূচি গণমাধ্যমে প্রকাশ করিয়ে শুধু তবারক বিতরণ করেন মোহাম্মদ হানিফ খোকন।

সূত্র আরও জানায়, নানানভাবে অনিয়ম, চাঁদাবাজি এবং জাল-জালিয়াতির মাধ্যমে বিপুল অর্থের মালিক হওয়া মোহাম্মদ হানিফ খোকন সম্প্রতি প্লট কেনার জন্য বায়না প্রদান করেছেন। তাঁর সংগঠনের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বাঙলার কাগজকে বলেছেন, মোহাম্মদ হানিফ খোকন সাদামাটাভাবে চলাফেরা করলেও তাঁর এবং তাঁর পরিবারের নামে বেশ সম্পত্তি রয়েছে। যেগুলোর অধিকাংশই করেছেন তিনি জালিয়াতির মাধ্যমে উপার্জনের টাকায়।

(দ্বিতীয় পর্ব পড়তে চোখ রাখুন বাঙলার কাগজে)