সিলেটে বন্যা : সিসিকের সব কর্মচারীর ছুটি বাতিল।

সিলেটে বন্যা : সিসিকের সব কর্মচারীর ছুটি বাতিল।

নিজস্ব প্রতিবেদক, বাঙলা কাগজ; সিলেট : সিলেট মহানগরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ফলে নগরীর নিম্নাঞ্চলের পানিবন্দি মানুষের ভোগান্তি বেড়েছে। এমন পরিস্থিতিতে জনগণের দোরগোড়ায় প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে সিটি করপোরেশনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) লন্ডন থেকে ফিরে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এ কথা জানান। 

এ সময় তিনি মহানগরীর বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করেন।

মেয়র বলেন, পানিবন্দি মানুষের দুর্ভোগ কমাতে সিসিক সন্ধ্যা ৭টায় নগর ভবনে জরুরি সভা আহ্বান করেছে। পরের ঘোষণার আগ পর্যন্ত বন্যা পরিস্থিতির কারণে সিসিকের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

তিনি বলেন, খাবার পানির সঙ্কটে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। দ্রুত সময়ের মধ্যে প্লাবিত এলাকার পানিবন্দি মানুষের দোরগোড়ায় জরুরি স্বাস্থ্য সেবা পাঠানো হচ্ছে। খাবার পানির সঙ্কট নিরসনে সিসিকের পক্ষ থেকে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। বাড়ানো হচ্ছে আশ্রয়কেন্দ্রের সংখ্যাও। আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করা মানুষদের খাবার, পয়ঃসুবিধা নিশ্চিতে সিসিকের ভ্রাম্যমাণ চিকিৎসক দল কাজ করছে।