সিলেটে টিলা কাটার দায়ে ৪ জনের কারাদণ্ড

সিলেটে টিলা কাটার দায়ে ৪ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; সিলেট : সিলেটের জালালাবাদে টিলা কাটার দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার বড়গুল নামক এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জালালাবাদ থানার সহায়তায় বড়গুল নামক এলাকায় অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। এ সময় টিলা কাটার সঙ্গে জড়িত থাকায় বড়গুল এলাকার মৃত আছাদ উল্লাহর ছেলে সিরাজ মিয়াকে (৬৫) মোট ১৫ দিন; তাঁর ছেলে রেদওয়ান আহমদ (২০), একই এলাকার মৃত বুলবুলের ছেলে আব্দুল্লাহ আল মনসুর (২০) ও পশ্চিম টিলার গাঁওয়ের রশিদ আলীর ছেলে মনির আলীকে (৫৬) বিনাশ্রমে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী রুবেল মিয়াসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন বাঙলার কাগজ ও ডনকে জানিয়েছেন, টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।