সাম্প্রদায়িকতার বিরুদ্ধে খেলা হবে : ওবায়দুল কাদের

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে খেলা হবে : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। দুনীতির বিরুদ্ধে, অর্থপাচারের বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে খেলা হবে।

শুক্রবার (পহেলা সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ছাত্র সমাবেশে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ক্ষমতা থেকে উৎখাতের ষড়যন্ত্র চলছে। বিদেশি মুরব্বিদের ডাকছে শেখ হাসিনাকে হঠাও। নিষেধাজ্ঞা ও ভিসানীতি প্রয়োগের চেষ্টা চলছে। আজ বাংলাদেশে স্যাটেলাইট যুগে প্রবেশ করেছে। এটা কার অবদান? সারাদেশে বিদ্যুৎ নিশ্চিত করেছে কে? এক সময় এ দেশ অন্ধকারে ছিলো।

সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা রোহিঙ্গাদের স্থান দিয়ে মানবতার মা হিসেবে ভূষিত হয়েছেন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় পলিটিশিয়ান শেখ হাসিনা।

এর আগে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত এই সমাবেশে সারাদেশ থেকে নেতাকর্মীরা উপস্থিত হন। সমাবেশে তাঁরা ‘জয় বাংলা, জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম’, ‘শেখ হাসিনার সরকার, বার বার দরকার’সহ নানান স্লোগান দেন। এ সময় স্লোগানে-স্লোগানে মুখরিত হয়ে উঠে সমাবেশস্থল।

অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত, ছাত্রলীগের দলীয় সঙ্গীত, পিতার স্মরণে সঙ্গীত পরিবেশিত হয়। ছাত্র সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সর্বশেষে প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।