স্বাস্থ্যমন্ত্রী : ভ্যাকসিন তৈরিতে মনোযোগ দিয়েছে সরকার।

স্বাস্থ্যমন্ত্রী : ভ্যাকসিন তৈরিতে মনোযোগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : ভ্যাকসিন তৈরিতে সরকার মনোযোগ দিয়েছে বলেই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (২৮ জুন) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট কোর্স অন নিউরোডেভলপমেন্টাল ডিসঅর্ডারস এর উদ্বোধনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তিনি জানান, ভ্যাকসিন তৈরিকে কেন্দ্র করে গোপালগঞ্জে জমিও কেনা হয়েছে।

জাহিদ মালেক বলেন, দেশে ৯০ শতাংশ মানুষ ভ্যাকসিনের (করোনার) আওতাভুক্ত। শিগগিরই ৫ থেকে ১২ বছর বয়সীদেরও ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। 

‘গবেষণায় পিছিয়ে আছে স্বাস্থ্যখাত’ উল্লেখ করে মন্ত্রী সেই দুর্বলতা কাটাতে চিকিৎসকদের গবেষণায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান।