সবচেয়ে বড় শুদ্ধপানির মাছ!

সবচেয়ে বড় শুদ্ধপানির মাছ!

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : কম্বোডিয়ার মেকং নদীতে ৩ শ কেজি ওজনের একটি স্টিংরে মাছ পাওয়া গেছে। এটিকে বিশ্বের সবচেয়ে বড় শুদ্ধপানির মাছ বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। খবর বিবিসি’র।

এর আগে ২০০৫ সালে থাইল্যান্ডে ২৯৩ কেজি ওজনের একটি ক্যাটফিশ ধরা পড়েছিলো। যা এতো পর্যন্ত বিশ্ব রেকর্ড ছিলো। যদিও এই রেকর্ড নিয়ে অফিসিয়ালি কোনও কাগজপত্র বা তথ্য নেই।

মেকং নদী জীববৈচিত্র্যে সমৃদ্ধ। কিন্তু অতিরিক্ত মাছ ধরা, বাঁধ এবং দূষণের প্রভাবে এটির ভঙ্গুর ইকোসিস্টেমকে হুমকির মুখে ফেলেছে। নদীটি তিব্বত মালভূমি থেকে থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, চীন, কম্বোডিয়া এবং ভিয়েতনামের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।

মাছটি উদ্ধারে নেতৃত্ব দেওয়া বায়েলোজিস্ট জেব হোগান বলেন, ‘২০ বছর ধরে ছয়টি মহাদেশের বিভিন্ন নদীতে বড় মাছ নিয়ে গবেষণা করছি। এটাই বিশ্বের সবচেয়ে বড় শুদ্ধপানির মাছ, নথিভুক্তের মধ্যে।’