সৌদি আরবের আগে ইসরায়েলে বাইডেন।

সৌদি আরবের আগে ইসরায়েলে বাইডেন।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলে পৌঁছেছেন। বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (১৩ জুলাই) তাঁকে বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ান ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে।

জো বাইডেনকে অভ্যর্থনা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়েইর লাপিদ। এর মধ্য দিয়ে বাইডেনের প্রেসিডেন্ট হিসেবে প্রথম মধ্যপ্রাচ্য সফর শুরু হলো।

১৯৭৩ সালে বেন গুরিয়ন বিমানবন্দরের টারমাকে মার্কিন সিনেটর হিসেবে দাঁড়িয়েছিলেন জো বাইডেন। এর আগে ৯ বার ইসরায়েল সফর করেছেন তিনি।

জো বাইডেন বলেছেন, জায়নবাদী হতে আপনার ইহুদি হওয়ার প্রয়োজন নেই। ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য সবচেয়ে আশাবাদ হলো, দুই রাষ্ট্রের সমাধান।

ইয়েইর লাপিদ বলেছেন, ইসরায়েলের সঙ্গে আপনার সম্পর্ক ছিলো সব সময় ব্যক্তিগত। এ সময় বাইডেনকে তিনি একজন মহান জায়নবাদী এবং ইসরায়েলের সেরা বন্ধু হিসেবে উল্লেখ করেন।

জেরুজালেমে দুই দিন থাকবেন বাইডেন। দখলকৃত পশ্চিম তীরে শুক্রবার (১৫ জুলাই) ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। এর আগে তিনি ইসরায়েলের নেতাদের সঙ্গে বসবেন।

শুক্রবার তাঁর ইসরায়েল থেকে সরাসরি সৌদি আরবের জেদ্দায় যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি সৌদি কর্মকর্তা ও উপসাগরীয় মিত্রদের একটি সম্মেলনে অংশ নেবেন।

বাইডেনের জেদ্দা সফরটিই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। কারণ ২০১৮ সালে সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের জেরে দুই দেশের সম্পর্কের অবনতি হয়।

জো বাইডেনের বিমানটি প্রথম ফ্লাইট হিসেবে সরাসরি ইসরায়েল থেকে সৌদি আরবে যাবে। ইসরায়েল এখনো রিয়াদের স্বীকৃতি না পাওয়ায় দুই দেশের মধ্যে কোনও কূটনৈতিক সম্পর্ক নেই। তাই সরাসরি ফ্লাইটও পরিচালিত হয় না।

মার্কিন প্রেসিডেন্টের সৌদি সফরকে ইউক্রেন যুদ্ধের কারণে বিপর্যস্ত তেলের বাজার স্থিতিশীল করার প্রচষ্টো হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্থাপনের চেষ্টা করবেন জো বাইডেন।

এদিকে সফরের শুরুতে জেরুজালেমে ইসরায়েলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ইয়েইর লাপিদ ও সাবেক প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসবেন বাইডেন।

বাইডেনের ইসরায়েল সফরে আলোচনার কেন্দ্রবিন্দু হবে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ তুলে ধরা। বিষয়টি নিশ্চিত করেছেন ইয়েইর লাপিদও।

এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সতর্ক করে বলেছেন, যদি বাইডেনের মধ্যপ্রাচ্য সফরের উদ্দেশ্য ইসরায়েলের নিরাপত্তা জোরদার করা হয়, তবে সে প্রচেষ্টা যেভাবেই হোক ব্যর্থ হবে।   

২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কোর সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে মধ্যপ্রাচ্যে নিজেদের কূটনৈতিক তৎপরতার প্রসার ঘটাচ্ছে ইসরায়েল। আর বাইডেনের জেদ্দা সফরকে সৌদি আরবের দিক থেকে ইসরায়েলের স্বীকৃতি পাওয়ার শুরুর প্রক্রিয়া হিসেবে দেখছে দেশটি।