স্থানীয় সরকারের ২৩৩ ভোট ৯ মার্চ : ইসি আলমগীর

স্থানীয় সরকারের ২৩৩ ভোট ৯ মার্চ : ইসি আলমগীর

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : কুমিল্লা এবং ময়মনসিংহ সিটি করপোরেশন এবং একাধিক পৌরসভা, ইউনিয়ন পরিষদ মিলিয়ে স্থানীয় সরকারের ২৩৩ ভোট আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

স্থানীয় সরকারের এসব প্রতিষ্ঠানে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, ময়মনসিংহ সিটিতে আগামী ৯ মার্চ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। কুমিল্লার মেয়রের মৃত্যুর কারণে একইদিন সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে ৯ মার্চ তিনটি পৌরসভায় সাধারণ নির্বাচন, ১৫টি পৌরসভায় শূন্যপদে উপ-নির্বাচন, ১৩টি ইউপিতে সাধারণ নির্বাচন, ১৯০টি ইউপিতে শূন্যপদে উপ-নির্বাচন এবং সাতটি জেলা পরিষদের শূন্যপদে উপ-নির্বাচন হবে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। এর মধ্যে সিটি পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে)। আর ইউপির নির্বাচন হবে ব্যালট পেপারে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।