সাত সপ্তাহের মধ্যে যুক্তরাজ্যের তৃতীয় প্রধানমন্ত্রী হতে পারেন ঋষি

সাত সপ্তাহের মধ্যে যুক্তরাজ্যের তৃতীয় প্রধানমন্ত্রী হতে পারেন ঋষি

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন বাদ পড়ার পর নতুন প্রধানমন্ত্রী হওয়ার জন্য সবচেয়ে জনপ্রিয় হলেন ঋষি সুনাক। যদি পেনি মর্ডান্ট সোমবার (২৪ অক্টোবর) দুপুর ২টার মধ্যে ১ শ সমর্থন না পান, তাহলে বিকেলে সুনাকের বিজয় নিশ্চিত করা যেতে পারে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যাই ঘটুক না কেনো সপ্তাহের শেষে যুক্তরাজ্য একজন নতুন প্রধানমন্ত্রী পাবে। যা সাত সপ্তাহের মধ্যে তৃতীয় প্রধানমন্ত্রী।

গভীরভাবে বিভক্ত দল, ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি, জনসাধারণের ভয়াবহ অর্থ ব্যবস্থার মতো বিভিন্ন বিপর্যয়মূলক ঘটনার কারণে টোরি পার্টির সুনাম গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিজয়ী ব্যক্তিকে এসব সমস্যার বোঝা বহন করতে হবে। যে বোঝা লিজ ট্রাসের পক্ষে বহন করা খুব ভারী প্রমাণিত হয়েছে।

এদিকে, বিরোধী দলগুলো দাবি করছে, টোরি পার্টির কোনও নির্বাচনি বৈধতা নেই। তাঁদের উচিত, আগে আগে সাধারণ নির্বাচনের ঘোষণা দেওয়া।