সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন কবে? : তারিখ পেছালো ৯১ বার।

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন কবে? : তারিখ পেছালো ৯১ বার।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : সাংবাদিক দম্পতি খুন হয়ে গেছেন, তবুও এ হত্যার প্রতিবেদনই দেওয়া হচ্ছে না! তাও আবার এলিট ফোর্স র‌্যাবই এ তদন্ত এখনও শেষ করতেই পারেই নি। এমন অবস্থায় সাধারণ মানুষের মনে ক্ষোভ জন্ম নিয়েছে। কারণ সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষ করার জন্য এখন পর্যন্ত ৯১ বার তারিখ নিলেন।

এ অবস্থায় আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের অতিরিক্ত সুপারিন্টেনডেন্ট খন্দকার শফিকুল আলম প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত শেষ করতে দেরি হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন পৃথক দুটি আদালত।