সুইডেনে কোরআন পোড়ানোর পরিকল্পনার ঘটনায় বাংলাদেশের নিন্দা।

সুইডেনে কোরআন পোড়ানোর পরিকল্পনার ঘটনায় বাংলাদেশের নিন্দা।
নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : সুইডেনে একটি উগ্র ডানপন্থী চরমপন্থী গোষ্ঠী কর্তৃক পবিত্র কোরআন পোড়ানোর পরিকল্পনার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার (২০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি শহরে পরবর্তী অস্থিরতা এবং সহিংস বিক্ষোভে উদ্বেগ তৈরি করে। কেননা, এ ঘটনায় সাধারণ মানুষ এবং আইন প্রয়োগকারীদের হতাহতের ঘটনা ঘটে। এতে বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে যে ধর্মের স্বাধীনতাকে সমুন্নত ও সম্মান করতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার জন্য বাংলাদেশ সংশ্লিষ্ট সকলকে সহনশীলতা অনুশীলন এবং অযৌক্তিক উস্কানি থেকে বিরত থাকার আহ্বান জানায়। সুইডেনের সংবাদ সংস্থা টিটি’র খবর অনুযায়ী, ১৫ এপ্রিল রাজধানী স্টকহোমের কাছের শহর রিঙ্কেবিতে উগ্র ডানপন্থী দল হার্ড লাইন-এর নেতা রাসমুস পালুদান পবিত্র কোরআনের একটি কপি পুড়িয়ে দিয়েছেন- এমন খবর ছড়িয়ে পড়লে দেশটির বিভিন্ন শহরে উত্তেজনা দেখা দেয়। সেদিন সুইডেনের মধ্যাঞ্চলীয় শহর ওরেব্রোয় বিক্ষোভকারীদের হামলায় চার পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন আহত হয়। কোরআন পোড়ানোর ঘটনায় বিক্ষুব্ধরা পুলিশের চারটি গাড়িও পুড়িয়ে দেয়। পরে আরও অন্তত ছয়টি শহরে রাসমুস পালুদান এবং তার দল হার্ড লাইনের বিরুদ্ধে বিক্ষোভ হয়। বার্তা সংস্থা এএফপি জানায়, ড্যানিশ-সুইডিশ বংশোদ্ভূত রাসমুস পালুদানের কোরআন পোড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভের ঘটনায় এ পর্যন্ত মোট ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।