শেখ হাসিনা : প্রত্যেকের জীবনমান উন্নত হবে

শেখ হাসিনা : প্রত্যেকের জীবনমান উন্নত হবে

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ ও ডন; কক্সবাজার : কক্সবাজারে আওয়ামী লীগের সমাবেশে প্রধানমন্ত্রী ও দলটির সভাপতি শেখ হাসিনা বলেছেন, প্রত্যেকের জীবনমান উন্নত হবে, এটাই আমাদের লক্ষ্য।

শেখ হাসিনা বলেন, প্রতিটিক্ষেত্রে মানুষের জন্য কাজ করে যাচ্ছে সরকার। আমরা শিক্ষার্থীদেরকে বিনামূল্যে বই দিচ্ছি; মানুষকে ভিজিডি, ভিজিএফের আওতায় সহায়তা করে যাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জানে শুধু আগুন সন্ত্রাস। তাঁরা ৩ হাজার মানুষকে আগুনে পুড়িয়েছিলো। এর মধ্যে ৫ শ মানুষ আগুনে পুড়ে মারা যায়। তাঁরা রেলে আগুন, বাসে আগুন, লঞ্চে আগুন- কোথায় নেই- সব জায়গায় আগুন দিয়েছে। তাঁরা শুধু জানে ধ্বংস করতে, আর আওয়ামী লীগ সৃষ্টি করে।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যের শুরুতে কক্সবাজারে ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৪টি প্রকল্পের ভিত্তি প্রস্তরের কথা বলেন, আর সেগুলো মানুষের সামনে তুলে ধরেন।

প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে বক্তব্য প্রদান করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মাঠে বিশ্বকাপের খেলা হচ্ছে। আর রাজনীতির মাঠে বিএনপির সঙ্গে খেলা হবে।

তারও আগে উখিয়ার সমুদ্র তীরবর্তী ইনানীতে বাংলাদেশসহ ২৮টি দেশের নৌবাহিনী ও উপকূলীয় সংগঠনগুলোর আন্তর্জাতিক ফ্লিট রিভিউয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।