শেখ কামালের জন্মদিনে কালাম আঝাদের বিনম্র শ্রদ্ধা ও শুভেচ্ছা

শেখ কামালের জন্মদিনে কালাম আঝাদের বিনম্র শ্রদ্ধা ও শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিনে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা এবং সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বাঙলার কাগজ এবং আওয়ার ডনের সম্পাদক ও প্রকাশক কালাম আঝাদ।

শুভেচ্ছাবার্তায় তিনি শেখ কামালের মতো পরিচ্ছন্ন ক্রীড়াবিদ ও সংস্কৃতিকর্মী হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী আজ শনিবার (৫ আগস্ট)। তিনি ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার ভাই, বাংলাদেশের আধুনিক ফুটবলের অন্যতম পথিকৃৎ এবং আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা-সভাপতি ছিলেন শেখ কামাল।

তিনি আজাদ বয়েজ ক্লাবের হয়ে প্রথম বিভাগে ক্রিকেট এবং স্পার্স ক্লাবের হয়ে প্রথম বিভাগে বাস্কেটবলও খেলতেন। একজন ক্রীড়া সংগঠক ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন শেখ কামাল।