শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও ২ সপ্তাহ বাড়ানোর কথা বললেন শিক্ষামন্ত্রী।

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও ২ সপ্তাহ বাড়ানোর কথা বললেন শিক্ষামন্ত্রী।
ডন প্রতিবেদন : শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও ২ সপ্তাহ বাড়ানোর কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বুধবার (২ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী এমন কথা বলেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সাংবাদিকদের শিক্ষামন্ত্রীর এ বক্তব্যের কথা জানান। এর আগে শিক্ষামন্ত্রী দীপু মনি বাঙলা কাগজ ও ডনকে বলেন, অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি আরও কিছুদিন দেখার পক্ষে মত দিয়েছেন, যেহেতু করোনার সংক্রমণ এখনো প্রায় ৩০ শতাংশ। এজন্য হয়তো ৬ ফেব্রুয়ারির পর আরও এক সপ্তাহ দেখা যেতে পারে। তবে তিনি এ-ও বলেন, ‘আমরা অবস্থা পর্যালোচনা করছি। প্রয়োজনে ভিন্ন সিদ্ধান্তও হতে পারে।’ করোনা সংক্রমণের কথা বলে ২০২০ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের অনুষ্ঠান উদ্‌যাপন না করে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। অথচ তখনও দেশের অন্যান্য প্রতিষ্ঠানগুলো চলছিলো। আবার এবারও এমন ঘটনা ঘটছে। তবে ইউনিসেফ ও ইউনেস্কো বলছে, বন্ধের সময় সবার পরে এবং খোলার সময় সবার আগে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা উচিত। সার্বিকভাবে এ প্রতিষ্ঠান দুটো বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে উদ্বেগও প্রকাশ করেছিলো। এদিকে দীর্ঘ প্রায় দেড় বছর পর গত বছরের ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ৪ মাসের মাথায়ই গত ২১ জানুয়ারি থেকে এসব প্রতিষ্ঠান আবারও বন্ধ করে দিয়েছে সরকার। এই ছুটি শেষ হওয়ার কথা ছিলো আগামী ৬ ফেব্রুয়ারি।