শিক্ষা উপমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য : নুরের নামে মামলা।

শিক্ষা উপমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য : নুরের নামে মামলা।

নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; চট্টগ্রাম : শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ জুন) দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট শাহরিয়ার ইয়াছির আরাফাত। মামলার বাদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন।

মামলা দায়েরের বিষয়ে অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, গত পহেলা জুন ঢাকায় এক সমাবেশে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ছাত্রলীগ ও যুবলীগকে নিয়ে ডাকসুর সাবেক ভিপি কুরুচিপূর্ণ মন্তব্য করেন। ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুনানিতে আদালত মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত পহেলা জুন বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের নামে সমাবেশ ডেকে নুরুল হক নুর ছাত্রলীগ ও যুবলীগকে গুন্ডালীগ বলে আখ্যায়িত করেছেন। 

এ ছাড়া শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিরুদ্ধে ‘চট্টগ্রামের আরেক গুন্ডা’, ‘উন্মাদ’ বলে মন্তব্য করেছেন। 

এ ছাড়াও সরকারবিরোধী বক্তব্য, সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলে আসামি ও তার দলীয় লোকজন অশালীন বাক্যে আক্রমণাত্মক ভীতি প্রদর্শক মিথ্যা তথ্য-উপাত্ত ভিডিও আসামির নিজের ব্যবহৃত Bangla News BD নামক ফেসবুক পেজ থেকে পোস্ট করেন। আসামি ‘নুরুল হক নুর’ নামের ফেসবুক আইডি থেকেও এসব বক্তব্য সম্বলিত ভিডিও প্রচার করেন।