রায়ের এক সপ্তাহের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার

রায়ের এক সপ্তাহের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদন, ডন : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব। তারা হলো : নকিব হোসেন আদিল সরকার ও মোখলেসুর রহমান (মুকুল)। সোমবার (৩০ জানুয়ারি) রাতে ঢাকার দক্ষিণখান ও আশুলিয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ২৩ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে গ্রেপ্তার দুজনসহ ছয়জনের মৃত্যুদণ্ডাদেশ দেন।

র‌্যাব বলছে, মুক্তিযুদ্ধ চলাকালে (১৯৭১ সালের ১৫ আগস্ট) ময়মনসিংহের ত্রিশালের কাকচরের মুক্তিযোদ্ধা ইউনুছ আলীকে রাজাকারদের ক্যাম্পের টর্চার সেলে নির্যাতনের পর গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় ইউনুছ আলীর ছেলে ২০১৫ সালের ডিসেম্বরে ময়মনসিংহের বিচারিক আদালতে গ্রেপ্তার দুজনসহ নয়জনের বিরুদ্ধে একটি মামলা করেন। পরে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়। ২০১৭ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ নয়জনের বিরুদ্ধে মামলা হয়। তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাটসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। এই মামলার রায়ে তাদের মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনকে গ্রেপ্তারের পর মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গ্রেপ্তার নকিব হোসেন ও মোখলেসুর রহমান মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনীতে যোগ দেয়। ময়মনসিংহের ত্রিশালে রাজাকার বাহিনী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা। দেশের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়ে ময়মনসিংহের ত্রিশালে নিরীহ বাঙালিদের আটক, নির্যাতন, অপহরণ, হত্যা, লুটপাট, ঘরবাড়ি লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ ও গণহত্যায় জড়িত ছিলো তারা। ২০১৫ সালে মামলার তদন্ত শুরু হওয়ার পর থেকে তারা আত্মগোপনে ছিলো।