রাজশাহীতে ১২০ বোতল ফেনসিডিলসহ আম বোঝাই ট্রাক আটক।

রাজশাহীতে ১২০ বোতল ফেনসিডিলসহ আম বোঝাই ট্রাক আটক।

নিজস্ব প্রতিবেদক, বাঙলা কাগজ; লিয়াকত হোসেন, রাজশাহী : রাজশাহী নগরীর শাহ মখদুম থানার আম চত্বর সংলগ্ন  বিআরটিএ কার্যালয়ের সামনে থেকে আম বোঝাই ট্রাক থেকে ১২০ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর ডিবি পুলিশের একটি টিম।

আটককৃত আসামি হলেন : ট্রাকের ড্রাইভার মো. শফিকুল ইসলাম (৪০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাজারামপুর এলাকার মোত্তাজুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১০ জুন) রাতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দিবাগত রাত ১২টা ১০ মিনিটের সময় নগরীর আম চত্বর এলাকায় চেক পোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করার সময় আম বোঝাই গাড়িটি আটক করা হয়। গাড়ী থেকে আমের ক্যারেটে প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

আটককৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কয়লা দিয়ার এলাকার বাসিন্দা বাচ্চু মেম্বারের ছেলে মো. সোহানের (২৪) কথায় ১০ হাজার টাকার বিনিময়ে আটককৃত ফেনসিডিল ঢাকার উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন।

উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

এ সংক্রান্তে শাহ মখদুম থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।