রাজশাহীতে বিপুল বিস্ফোরক ও পিস্তল-রিভলবারসহ শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে বিপুল বিস্ফোরক ও পিস্তল-রিভলবারসহ শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ ও ডন; লিয়াকত হোসেন, রাজশাহী : রাজশাহীর উপকণ্ঠ কাপাশিয়া পাহাড়পুর এলাকা থেকে গতকাল শুক্রবার (৭ অক্টোবর) ভোরে বিপুল পরিমাণ বিস্ফোরক, বিদেশি অস্ত্র এবং গুলিসহ শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-৫ এর একটি অপারেশন দল ওই অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

এ সময় তাঁদের কাছে থেকে ৪টি বিদেশি রিভলবার, ৩টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন, ৮ রাউন্ড তাজা গুলি, ৪ রাউন্ড গুলির খোসা, ১ কেজি ১ শ গ্রাম গান পাউডার, ৭৫০ গ্রাম পাথর এবং স্প্লিন্টার হিসেবে ব্যবহৃত লোহার বল ও তারকাটা উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন : মো. আতিকুর রহমান আতিক (৩৫)। তিনি কাটাখালী পৌরসভার কাপাশিয়া পাহাড়পুর (১ নম্বর ওয়ার্ড) আব্দুল মতিনের ছেলে। তাঁর অপর সহযোগীরা হলেন : মতিহার থানার চরকাজলা এলাকার ঝড়ু শেখের ছেলে শাহীন আলী (২৫) এবং ধরমপুর পূর্বপাড়ার (২৮ নম্বর ওয়ার্ড) মো. নেকছার আলীর ছেলে শহীদুল (২৬)।

র‍্যাব সূত্রে জানা গেছে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে সীমান্তবর্তী চর এলাকা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় নাশকতা চালানোর উদ্দেশ্যে একটি বড় অস্ত্রের চালান কাপাশিয়া এলাকায় এসে গেছে। 

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫ এর একটি দল কাপাশিয়া পাহাড়পুর এলাকায় চিহ্নিত সন্ত্রাসী আতিকের বাড়িতে অপারেশন পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এবং তাঁর দেখানো স্থান মুরগীর খামারের পাশের একটি ছোট ঘর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা বিষয়গুলো স্বীকার করেছেন। আসামীরা জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকা থেকে মো. তানজিম (২৭) ও মো. আব্দুর রহিমদের (২৮) মাধ্যমে অস্ত্র-গুলি ও বিস্ফোরক দ্রব্যাদি স্বাধীনতা বিরোধী চক্রকে শক্তিশালী করার লক্ষ্যে সরবরাহ করেছিলো। এঁদের মূল লক্ষ্য হচ্ছে রাজশাহী তথা বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করা। 

সাম্প্রতিককালে উত্তরবঙ্গে এটিই অবৈধ অস্ত্রের সবচেয়ে বড় চালান; যা র‌্যাব কর্তৃক আটক করা হয়েছে। আর যাঁরা অস্ত্রগুলো এনেছেন, তাঁরা চিহ্নিত শীর্ষ অস্ত্র ব্যবসায়ী বলেই নিশ্চিত করেছেন র‍্যবের সিইও রিয়াজ শাহরিয়ার। আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় মামলা রুজু হয়েছে।