রাজবাড়ীতে বিভিন্ন আইন বাস্তবায়নে মোবাইল কোর্টের জরিমানা।

রাজবাড়ীতে বিভিন্ন আইন বাস্তবায়নে মোবাইল কোর্টের জরিমানা।

নিজস্ব প্রতিবেদক, বাঙলা কাগজ; স্বপন বিশ্বাস, রাজবাড়ী : রাজবাড়ীতে বিভিন্ন আইন বাস্তবায়ন করতে তেলের পাম্প ও ওষুধ দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে রাজবাড়ী মোবাইল কোর্ট।

সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা এবং জাহাঙ্গীর আলম বাবুর নেতৃত্বে সোমবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় সদর উপজেলার পলাশ পাম্প ও নুর মেডিক্যালে মোবাইল কোর্ট পরিচালনা করে এসব জরিমানা করা হয়।

এই সময় ওজন ও পরিমাপ দণ্ড আইন ২০১৮ এর ২৯ ধারা লঙ্ঘনে পলাশ ফিলিং স্টেশন মালিককে ৪৬ ধারায় ২০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় নূর মেডিক্যালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টের সহযোগিতার ছিলেন ফরিদপুর বিএসটিআইয়ের পরিদর্শক আলোয়া বেগম, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক, পেসকার মো. মনোয়ার এবং রাজবাড়ী সদর থানা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ অভিযান অবিরাম চলবে বলেই জানানো হয়েছে।